• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৫টি চিনা বোমারু বিমান ঢুকল তাইওয়ান প্রণালীর মধ্যরেখায়  

তাইপেই সিটি, ২৩ আগস্ট— তাইওয়ানকে বাগে আনতে কোনো চেষ্টার খামতি রাখছে না চিন । তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাইওয়ানের আশেপাশে অন্তত ১২টি চিনা যুদ্ধবিমান এবং ৫টি চিনা রণতরী শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও দাবি, ৫টি চিনা যুদ্ধবিমান এদিন তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। যে ৫টি বিমান মধ্যরেখা অতিক্রম করেছে তাদের মধ্য়ে আছে জেএইচ-৭ ফাইটার জেট,

তাইপেই সিটি, ২৩ আগস্ট— তাইওয়ানকে বাগে আনতে কোনো চেষ্টার খামতি রাখছে না চিন । তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাইওয়ানের আশেপাশে অন্তত ১২টি চিনা যুদ্ধবিমান এবং ৫টি চিনা রণতরী শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও দাবি, ৫টি চিনা যুদ্ধবিমান এদিন তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। যে ৫টি বিমান মধ্যরেখা অতিক্রম করেছে তাদের মধ্য়ে আছে জেএইচ-৭ ফাইটার জেট, সুখোই-৩০ ও জে১১ ফাইটার জেট। 

এই মধ্যরেখা আসলে চিন ও তাইওয়ানের বিভাজন রেখা। আন্তর্জাতিক জল ও আকাশসীমা আইন অনুযায়ী, দুই দেশের সীমান্তবর্তী ওই এলাকাতেই চিন অতিসক্রিয় হয়ে উঠেছে। চিন যেহেতু তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলেই দাবি করে, সেহেতু তারা কোনও দিনই ওই বিভাজন রেখাকে মানেনি। এখনও মানে না। কিন্তু তাইওয়ানের দিক থেকে রেখাটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। ফলে চিনা বোমারু বিমান মধ্যরেখা অতিক্রম করে ঢুকে গেছে মানে বিষয়টা তাইওয়ানের কাছে যথেষ্ট উদ্বেগের।

Advertisement

উল্লেখ্য, আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফরের পরেই তাইওয়ানকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে চিন। তাইওয়ানের আকাশসীমায় ঢুকেছে ২৫টি ফাইটার বোম্বার জেট, এইচ-৬ বোমারু বিমান, সুখোই-৩০, ইলেক্ট্রোনিক ওয়ারফেয়ার, সাবমেরিন ধ্বংসী ও ট্যাঙ্কার বিমান। চিনের বোমারু বিমান চক্কর কাটছে। চিনের জে-২০ চেংড়ু ফাইটার জেট হল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান । পিপলস লিবারেশন আর্মির জন্য এই শক্তিশালী ফাইটার জেট বানানো হয়েছে।

Advertisement

Advertisement