• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘মহাকাল’ বিতর্কে হৃত্বিককে  ‘সরাতে’ বাধ্য হল জোম্যাটো 

অবশেষে চাপের মুখে পড়ে হৃত্বিক রোশন অভিনীত বিজ্ঞাপনটি সরিয়েই নিল জোম্যাটো । উলেখ্য একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত ও হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিল জোম্যাটো কর্তৃপক্ষ। বিতর্কিত বিজ্ঞাপনটিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তাঁকে ওই বিজ্ঞাপনে বলতে শোনা যায়, তিনি একটি ‘থালি’ খেতে চান, তাই তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ‘মহাকাল’ থেকে জোম্যাটোর মাধ্যমে

অবশেষে চাপের মুখে পড়ে হৃত্বিক রোশন অভিনীত বিজ্ঞাপনটি সরিয়েই নিল জোম্যাটো ।

উলেখ্য একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত ও হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিল জোম্যাটো কর্তৃপক্ষ। বিতর্কিত বিজ্ঞাপনটিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তাঁকে ওই বিজ্ঞাপনে বলতে শোনা যায়, তিনি একটি ‘থালি’ খেতে চান, তাই তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ‘মহাকাল’ থেকে জোম্যাটোর মাধ্যমে সেটি অর্ডার করেছেন।

Advertisement

এই বিজ্ঞাপনটি হিন্দু ধর্মে আঘাত বলে দাবি করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ।  এই বিজ্ঞাপন নিয়ে জোম্যাটো কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হন উজ্জয়িনীর কালেক্টর তথা মহাকাল মন্দির ট্রাস্টের চেয়ারম্যান আশিস সিং। টুইটারেও ‘বয়কট জোম্যাটো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়ে ওঠে।

Advertisement

Advertisement