নিজস্ব প্রতিনিধি:
একের পর এক দুর্নীতিতে রাজ্যের শাসক দল। তার মধ্যে আজ এই ইস্যুতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়কে পরের মন্ত্রীসভা জেলে বসেই ঠিক করতে হবে। কটা মাত্র টাকার পাহাড় দেখেছে সাধারণ মানুষ। এবারে তো পাহাড়ের পর পাহাড় দেখবে।” উপ রাষ্ট্রপতি নির্বাচনের পর করে শুক্রবারই রাজ্যে ফিরলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আজ শিয়ালদহ স্টেশনে পৌঁছে তিনি বলেন, “সাধারণ মানুষ কি বোকা নাকি? তারা সবকিছু জানে। এই কেস তো নরেন্দ্র মোদী বা আমরা করিনি। সাধারণ মানুষ করেছে। এসএসসি দুর্নীতি কান্ড, গরু পাচার বা কয়লা পাচারে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তা সবাই জানে। তাই সাধারণ মানুষের আইনের উপর আস্থা ফেরার জন্য এটা হওয়া জরুরি ছিল।”
Advertisement
এই দিন তিনি আরো বলেন, “অনুব্রত মণ্ডলের এলাকায় ৭০০ ওপরে গাঁজার কেস হয়েছে। এরা কারা। এরা আমাদের দলেরই কর্মী বা আর মানুষ। যারা বিরোধিতা করেছে তাদেরকেই গাজা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা তাদের বাড়ি ছাড়া দেশছাড়া করা হয়েছে। এসএসসিতে চাকরি পাওয়ার জন্য মানুষজন ঘরবাড়ি জমি গয়না সব বিক্রি করে আজ সর্বস্বান্ত হয়ে পথে বসে রয়েছে। হাজার হাজার লোক চোখের জল ফেলেছে। তাদের এই চোখের জলের দাম তো দিতেই হবে। এই অপরাধের প্রায়শ্চিত্ত করতেই হবে।”
Advertisement
Advertisement



