• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

টিভি ক্যামেরা সরতেই কিশোরকে সপাটে থাপ্পড় পাক সাংবাদিকের!

পাকিস্তানের এক মহিলা সাংবাদিক টিভির ক্যামেরায় সামনে দাঁড়িয়ে খবর বলছিলেন তিনি। যাকে ‘পিটুসি’ বা ‘পিস টু ক্যামেরা’ বলা হয়।

পাকিস্তানের এক মহিলা সাংবাদিক টিভির ক্যামেরায় সামনে দাঁড়িয়ে খবর বলছিলেন তিনি। যাকে ‘পিটুসি’ বা ‘পিস টু ক্যামেরা’ বলা হয়।

কিন্তু বক্তব্য শেষ হতেই পাশে দাঁড়ানো এক কিশোরকে সপাটে থাপ্পড় মারতে দেখা যায় তাঁকে। জানা গেছে ওই কিশোর তাঁর পোর্টিংয়ের সময় তাঁকে বিরক্ত করছিল।

Advertisement

Advertisement

রবিবার ইদের সকালে পাকিস্তানে ইদ উদযাপনের খবর করতে এসেছিলেন ওই টিভি সাংবাদিক। তাঁকে ঘিরে ভিড় করেছিল জনতা। ওই কিশোর দাঁড়িয়েছিল সেই ভিড়ের মধ্য়েই।

সম্ভবত সেখানেই খবর বলার সময় তাঁকে ওই কিশোর বিরক্ত করে থাকবে বলে অনুমান। যার জের ওই থাপ্পড়।

যদিও সাংবাদিকের থাপ্পড়ের ঘটনার একটি ভিডিয়ো রেকর্ডিং নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও সাংবাদিক বা তাঁর সংস্থার তরফে কোনও সাফাই দেওয়া হয়নি।

Advertisement