• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

ইবোলার পর নয়া আতঙ্ক মারবার্গ! ঘানায় মৃত দুই

ইবোলার পর এবার মারবার্গে তস্ত্র আফ্রিকা। ইতিমধ্যেই আফ্রিকার দেশ ঘানাতে মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দুজন।

Representable Image (Xinhua/Martin Zabala) (jp)

ইবোলার পর এবার মারবার্গে তস্ত্র আফ্রিকা। ইতিমধ্যেই ঘানাতে মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুজনের।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন জানাচ্ছে মারবার্গও ইবোলা ভাইরাসের মতোই মারাত্মক।

Advertisement

জানা গেছে ঘানার এই দুই ইবোলা আক্রান্ত মৃত ব্যক্তির উপসর্গ প্রায় একই রকম ছিল।

Advertisement

ডাইরিয়া, জ্বর, গা গোলানো ও বমি এই সমস্ত উপসর্গ কমবেশি দুজনেরই ছিল।আপাতত এগুলোকেই মারবার্গের লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে।

গত বছরে, মারবার্গের একটা কেস ধরা পড়েছিল গিনিয়াতে।১৯৬৭ সালে, পূর্ব ও দক্ষিণ আফ্রিকাতে মারবার্গ বেশ বড় রকমের থাবা বসিয়েছিল।

সেই সময়ের থেকে এই ২০২২ সালের মারবার্গের আক্রমণে মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advertisement