• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নৌসেনায় প্রথম দফার অগ্নিবীরদের ২০ শতাংশই হবেন মহিলা

ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হল, প্রথম দফায় নিযুক্ত মোট অগ্নিবীরদের মধ্যে ২০ শতাংশ হবেন মহিলা। নিয়ম ভেঙে নাবিক সহ অন্যান্য পদেও দেখা যাবে মহিলাদের।

Navy gets new ALH squadron to enhance surveillance on east coast(twitter)

অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এই প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে হিংসার ঘটনাও ঘটেছে।

এমনই এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হল, প্রথম দফায় নিযুক্ত মোট অগ্নিবীরদের মধ্যে ২০ শতাংশ হবেন মহিলা। নিয়ম ভেঙে নাবিক সহ অন্যান্য পদেও দেখা যাবে মহিলাদের।

Advertisement

উল্লেখ্য, গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। নয়া প্রকল্পের অধীনে ১৭ থেকে ২১ বছর বয়সী তরুণ তরুণীদের ৪ বছরের চুক্তিতে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হবে।

Advertisement

৪ বছর পর ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ীভাবে প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে বহাল করা হবে।

দেশজুড়ে এই বিতর্কের মাঝে এই প্রকল্পতে নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে এই মাসের ১ তারিখ থেকে।

ইতিমধ্যেই সেখানে ২ লক্ষ ৭০ হাজার নাম নথিভুক্ত হয়েছে, যার মধ্যে মহিলা আবেদনকারীর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

নাম নথিভুক্ত হওয়ার পর আগামী ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, লিঙ্গ নিরপেক্ষভাবেই অগ্নিবীরদের নিয়োগ করা হবে।

প্রথা ভেঙে নাবিক পদেও নিযুক্ত করা হবে মহিলাদের। শুধু নাবিকই নয়, নৌসেনার অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও থাকবেন মহিলারা।

দেশজুড়ে বিক্ষোভের মাঝে ২০২২ সালের সরকারি নিয়োগের ক্ষেত্রে বয়সের ২১ থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয় অগ্নিবীরদের বিভিন্ন পুলিশবাহিনী এবং কর্পোরেটে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করে সরকার।

Advertisement