• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধনিয়াখালি লায়ন্স হসপিটালে আইসিইউ ও ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন

আইসিইউ ও ডায়ালিসিস ইউনিট স্থাপন একটা বিরাট সাফল্য।এখানে এলাকার মানুষজন উপকৃত হবেন।সভাপতিত্ব করেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তিময় দে।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ধনিয়াখলি লায়ন্স হসপিটালের আইসিইউ এবং ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার ৩০ শে জুন।

উদ্বোধন করেন স্থানীয় বিএমএইচও ডা . কৌশিক চক্রবর্তী। সভাপতিত্ব করেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তিময় দে।

Advertisement

ডা . কৌশিক চক্রবর্তী তাঁর ভাষণে বলেন , লায়ন্স হসপিটালের এই আইসিইউ ও ডায়ালিসিস ইউনিট স্থাপন একটা বিরাট সাফল্য।এখানে এলাকার মানুষজন উপকৃত হবেন।

Advertisement

ধনিয়াখালিতে লায়ন্স হসপিটালের পরিকাঠামো দেখে আমরা খুবই খুশি। সভাপতি শান্তিময় দে লায়ন্স হসপিটালের সাফল্যের কথা তুলে ধরেন এবং এর প্রতিষ্ঠাতা কালীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হল বলে আমরা আনন্দিত বলে জানালেন।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসাবে আসফার সাহেবও বক্তব্য রাখেন।

Advertisement