• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শুভেন্দুকে ডেকে পাঠাল দুর্গাচক থানা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে থানায় ডাকল পুলিশ। দুর্গাচক থানা থেকে এদিন দু'জনকে ডেকে পাঠানো হয়।

  1. রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে থানায় ডাকল পুলিশ। দুর্গাচক থানা থেকে এদিন দু’জনকে ডেকে পাঠানো হয়।

রক্ষা কবচ থাকার পরও কীভাবে শুভেন্দু অধিকারীকে থানায় সমন প্রশ্ন বিরোধী দলনেতার আইনজীবীর।

গত ১৬ মার্চ হলদিয়াতে অভিনন্দন যাত্রা বলে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি কর্মসূচি করেন শুভেন্দু। তখনও রাজ্যে বহাল ছিল করোনা বিধি।

Advertisement

অভিযোগ, সেই বিধি লঙ্ঘন করে অধিক সংখ্যক মানুষ জমায়েত হন বিরোধী দলনেতার সেই অনুষ্ঠানে।

Advertisement

পাশাপাশি, অনুষ্ঠানটি করার জন্য সংশ্লিষ্ট থানার থেকেও কোনও অনুমতি নেননি বলে খবর।

সেই কারণে শুভেন্দু অধিকারী ও তাপসী মণ্ডলের নামে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতাকে দুর্গাচক থানায় ডেকে পাঠানো হয়।

এদিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবী মঙ্গলবার পাল্টা দুর্গাচক থানার পুলিশকে চিঠি পাঠান।

হাইকোর্টের রক্ষাকবচ থাকার পরও কীভাবে তাঁকে সমন করা হল, সেই কথাই জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

শুভেন্দু আইনজীবী অধিকারীর অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন যে, দুর্গাচক থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেখানে বিরোধী দলনেতা অধিকারীকে থানায় সমন পাঠানো হয়েছে। অথচ তাঁর রক্ষাকবচ রয়েছে।

Advertisement