ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, যাতে মানুষ মানুষকেই চিনতে পারল না। বগটুই হত্যাকাণ্ড নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।
বগটুইয়ের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। বিরোধী দলগুলি এই ঘটনা নিয়ে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনায় সরব।
Advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।
Advertisement
এরই মধ্যে বগটুই নিয়ে মুখ খুললেন দেব। যে কোনও রাজ্যের কাছে এই ঘটনা খুব দুঃখের। এই ঘটনার পুনরাবৃত্তি কখনওই চাইব না।
শুধু একটা কথাই বলি, ক্ষমতার নেশায় এমন যাতে না হয়ে যায়, মানুষ মানুষকে চিনতেই পারল না। এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। বগটুই হত্যাকাণ্ড নিয়ে সিবিআই তদন্ত চলছে।
এদিন লালন শেখের বাড়ির সামনে থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সেই সঙ্গে লালনের বাড়ির তালা ভেঙে আরও বেশকিছু তথ্য সংগ্রহ করেছে সিবিআই।
ভাদু শেখের বাড়ির পিছনেই লালনের বাড়ি। ঘটনার পর থেকে লালন বেপাত্তা। সেদিনের রাতের ফুটেজ সংগ্রহ করার জন্য সিবিআই মরিয়া।
Advertisement



