আবারও রক্তাক্ত আফগানিস্তান। কাবুলের এক হাসপাতালে জঙ্গি হামলায় মারা গেলেন ১৯ জন। আহত ৫০। আফগান স্বাস্থ্য মন্ত্রকের তরফে ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই এলাকায় দুটি বিস্ফোরণ ও গুলি চলার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী চিকিৎসক এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আমি হাসপাতালের মধ্যেই আছি। আগেই বড় একটু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। আমাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। নিয়মিত গুলির আওয়াজ কানে আসছে।
Advertisement
হাসপাতালের ভিতরেই গুলি চলছে। আমার ধারনা ঘরে ঘরে ঢুকে গুলি চালাচ্ছে ওরা। এখন পর্যন্ত কোনও জঙ্গি দল হামলার দায় স্বীকার না করলেও তালিবান অধ্যুষিত কাবুলে গত তিন মাসে চারটি বড় নাশকতার পিছনে আইএস-এর হাত থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে। এই হামলার পেছনেও তারাই আছে বলে সন্দেহ তালিব প্রশাসনের।
Advertisement
Advertisement



