• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাবুল জননেতা নন, ক্ষতি হবে না দলের: শুভেন্দু

বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “বাবলু সুপ্রিয়র উচিত ছিল দল ছাড়ার আগে বিজেপি-কে জানানাে।

শুভেন্দু অধিকারি (File Photo: IANS)

শনিবার তৃণমূলে যােগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এ বিষয়ে বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “বাবলু সুপ্রিয়র উচিত ছিল দল ছাড়ার আগে বিজেপি-কে জানানাে।

তবে ওঁর দল ছেড়ে যাওয়ায় বিজেপি-র কোনও বড় ক্ষতি হবে না। বাবুল খুব একটা জনপ্রিয় নেতা ছিলেন না, রাজনৈতিক সংগঠকও ছিলেন না। যদিও বাবুল। আমার ভাল বন্ধু।” অন্য দিকে বাবুল। দল ছাড়ার দিনই আসানসােলে শুভেন্দুর বিশেষ বৈঠকের দিন ক্ষণ ঘােষণা করা হল বিজেপির পক্ষ থেকে।

Advertisement

মাত্র দু’দিনের ব্যবধানে ২০ সেপ্টেম্বর, অর্থাৎ সােমবার বেলা তিনটের সময় আসানসােল জেলা কার্যালয়ে ‘বিশেষ কার্যকর্তা’ বৈঠক আয়ােজন করা হয়েছে। বিজেপি আসানসােল সাংগঠনিক জেলার পক্ষ থেকে আহুবান করা এই সভায় শুভেন্দুর উপস্থিত থাকার কথা রয়েছে।

Advertisement

Advertisement