অশালীনতার সীমা ছাড়িয়ে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হচ্ছে রাজনীতি। সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ভোট প্রচারের সময় অশ্লীল মন্তব্য করায় শীর্ষ আদালতের বিচারে কাঠগড়ায় উঠল বিজেপি।
চলতি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে লক্ষ করে অশ্লীল মন্তব্য করেছিলেন বিজেপির নদীয়া জেলা সভাপতি মহাদেব সরকার। শারীরিক ইঙ্গিতপূর্ণ সেই মন্তব্যে অসম্মানিত বোধ করে সুপ্রিম কোর্টে অভিযোগ জানান মহুয়া মৈত্র।
Advertisement
মহাদেবাবুর বক্তব্যের একটা ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই বৃহস্পতিবার এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Advertisement
নদীয়ায় বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকারের অশ্লীল মন্তব্যের জন্য আগেও শো-কজ নোটিশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা, সঞ্জীব খান্নাকে নিয়ে তৈরি প্যানেল অভিযােগের গুরুত্ব বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন।
চতুর্থ পর্যায়ে কৃষ্ণনগরে ভোটপ্রচার পর্ব শেষ হওয়ার আগে মাত্র ৪৮ ঘন্টা বাকি রয়েছে। তার আগেই মহাদেববাবু যাতে বিরোধী দলের প্রার্থীকে জবাবদিহি করতে বলা হল অশ্লীল মন্তব্য করার দায়ে।
Advertisement



