ভারতের ১নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ও ১নম্বর টিভি ব্র্যান্ড শাওমি কলকাতার বাজার নিয়ে এল নতুন ফোন রেডমি ওয়াই ৩ ও রেডমি ৭।সম্প্রতি বাজারে এসেছে শাওমির স্মার্টফোন রেডমি নােট ৭ সিরিজ,আসন্ন রেডমি গাে এবং ইন্টারনেট ফিনান্সিয়াল সার্ভিস মি পে।এগুলিও হাজির করা হয়েছে ক্রেতাদের সামনে।ক্রেতাদের সামনে হাজির করা হয়েছে হয়েছে সম্প্রতি ঘােষিত মি টিভি,যার মধ্যে রয়েছে মি এলইডি টিভি ৪ এক্স প্রাে(৫৫),মি এলইডি টিভি ৪এ প্রাে(৪৩)এবং ইকো সিস্টেম প্রোডাক্ট হোম সিকিউরিটি ক্যামরা বেসিক ১০৮০পি এবং মি মেনস স্পাের্ট শুজ২।
এই দুই ফোন বাজারে নিয়ে আসা উপলক্ষে শাওমি ইন্ডিয়ার হেড অফ ক্যাটেগরি অ্যান্ড অনলাইন সেল রঘু রেডি বলেন,’কলকাতার ক্রেতাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের সম্পূর্ণ নতুন প্রােডাক্ট রেডমি ওয়াই৩ রেডমি ৭।রেডমি ওয়াই ৩-তে রয়েছে ৩২ এমপি ক্যামেরা যা দিয়ে দারুন ভাবে সেলফি তােলা যাবে।নতুন অলরাউন্ডার রেডমি ৭ এর পিছনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ প্ল্যাটফর্ম।এটা রেডমি স্মার্টফোনকে আরও উন্নত করবে।এইসব অবিশ্বাস্য বৈশিষ্ট্যর কারণে রেডমি ওয়াই ৩ এবং রেডমি ৭ কলকাতার মি ফ্যানদের কাছে হয়ে উঠবে একটি নিখুঁত প্যাকেজ,যা সঠিক দামে দারুন গুণসম্পন্ন উদ্ভাবনামুলক প্রযুক্তিকে কাজে লাগাতে সক্ষম।
Advertisement
Advertisement
Advertisement



