ইন্টার মিলানের সঙ্গে সাত বছরের সম্পর্ক ভেঙে পাঁচ বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে চেলসিতে ফিরে এলেন এলেন বেলজিয়ামের তারকা ফুটবলার রােমালু লুকাকু। ৯৭ মিলিয়ন ইউরাে তার ফি খরচ লেগেছে।
এগারাে বছর বাদে ইন্টার মিলানকে সিরিয়ে ‘এ’র খেতাব এসেছিল ইন্টার মিলানে। সেই দলে ছিলেন বেলজিয়ামের স্ট্রাইকার রােমালু লুকাকুও। চেলসিতে সই করার পর লুকাকু বলেন, ‘আমি খুব খুশি আবারও এই ক্লাবে ফিরে আসতে পেরে।
Advertisement
আমি যখন এই ক্লাবে এসেছিলাম তখনই আমি অনেক ছােট ছিলাম। কিন্তু এখন যখন এই ক্লাবে ফিছি তখন আমার কাছে রয়েছে প্রচুর অভিজ্ঞতা।
Advertisement
পুরানাে ক্লাবে আবারও খেলার সুযােগটা পেয়ে খুব ভালাে লাগছে। আমি ক্লাবের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমায় পুনরায় পরানাে দলে ফিরিয়ে আনার জন্য।’
Advertisement



