সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার রাজ্যপাল

মঙ্গলবার দিল্লিতে পৌঁছনাের পর বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Written by SNS Delhi | August 12, 2021 11:33 pm

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo:SNS)

মঙ্গলবার দিল্লিতে পৌঁছনাের পর বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাদের দু’জনের মধ্যে কিছুক্ষণ একান্তে আলােচনাও হয়।

মােদীর সঙ্গে বৈঠকের পর ধনখড় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। মঙ্গলবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর দু’দিনের সফরে দিল্লি রওনা হয়েছিলেন ধনখড়। তাঁর এই সফরের ‘উদ্দেশ্য নিয়ে জল্পনা শুরু হয়।

রাজভবন সূত্রের খবর, দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ধনখড় দেখা করতে পারেন। প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যে

বিধানসভা নির্বাচনের পরে সে সময় ধারাবাহিক ভাবে শাসকদলের বিরুদ্ধে ভােট-পরবর্তী হিংসার অভিযােগ তুলছিলেন তিনি। সেই প্রেক্ষিতে তাঁর দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল।