বিভেদের রাজনীতি ও নেতিবাচকতা মনোভাব ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই পারবেন বিভেদের রাজনীতি ও নেতিবাচকতা মনােভাব ঝেড়ে ফেলতে।’
শুধু তাই নয়, বিজেপি’কে উপযুক্ত শিক্ষা দিতে হবে। নির্বাচনী প্রচারে তিনি বলেন, ‘নিজের প্রয়োজনে শুধু এলাকার রাজনীতি পরিবর্তন করলে হবে না, ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে, দেশ রক্ষার তাগিদে রাজনীতির পরিবর্তন করতে হবে। দেশ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশ থেকে ভেদাভেদের রাজনীতি, নেতিবাচক মনোভাব ঝেড়ে ফেলতে হবে। এমন কাউকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, যারা আপনাদের কথা ভাববে, আপনাদের ক্ষোভ শুনবে ও তা সমাধানের চেষ্টা করবে। গণতন্ত্রে জনগণের ক্ষমতার চেয়ে বড় কিছু হয় না।’
Advertisement
তিনি বলেন, ‘যারা মিথ্যে কথা বলে, মানুষের জন্য কাজ করে না, তাদের ভােট দেবেন না।’ তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি করছে তার স্থায়িত্ব বেশিদিন নয়। সমাজের নিচের তলার মানুষের সঙ্গে ওদের কোনও যোগাযোগ নেই। ভারতীয় জনতা পাটিকে শিক্ষা দিতে হবে। ভারতীয় জনতা পার্টির রাজনীতি হল, দেশের কৃষক, যুবক সম্প্রদায়, মহিলা ও কর্মীদের শোষণ করা। আপনারা যদি সতর্ক থাকেন, ওরা দেশকে ধ্বংস করতে পারবে না।’
Advertisement
তিনি অভিযোগের আঙুল তুলে বলেন, ‘ভারতীয় জনতা পার্টি দেশকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের মানুষ বলেছেন, তাদের ওপর অত্যাচার করা হয়। আমি স্থানীয় এক শিক্ষিকার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বেতন না পেয়ে প্রতিবাদে সামিল হলে তাকে মারধর করা হয়, জেলে পাঠানো হয়। শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তা আইনের ধারায় তাকে আটক করা হয়েছে। একজন শিক্ষিকা তার বেতন চেয়েছেন বলে তাকে জাতীয় নিরাপত্তা আইনের ধারায় আটক করা হল। প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্রে যুবকদের ওপরও মারধর করা হয়– এটা নাকি গণতন্ত্র’।
Advertisement



