• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আপত্তিকর পােস্টে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

পুলিশকর্তার মেয়ের ছবি দিয়ে নেটমাধ্যমে ‘আপত্তিকর পােস্ট করার অভিযােগে বারাসত থেকে গ্রেফতার করা হল তৃণমূল নেতার ছেলেকে। ধৃতের নাম অর্কদীপ কুণ্ডু।

প্রতীকী ছবি (File Photo: iStock)

পুলিশকর্তার মেয়ের ছবি দিয়ে নেটমাধ্যমে ‘আপত্তিকর পােস্ট করার অভিযােগে বারাসত থেকে গ্রেফতার করা হল তৃণমূল নেতার ছেলেকে। ধৃতের নাম অর্কদীপ কুণ্ডু। তাঁর বাবা দীপক কুণ্ডু উত্তর পাড়া-কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমুল কো অর্ডিনেটর।

পুলিশকর্তার মেয়ের মােবাইল নম্বর এবং ছবি ব্যবহার করে নেটমাধ্যমে অর্কদীপ আপত্তিকর পােস্ট করেছিল বলে অভিযােগ। আরও অভিযােগ, ওই কাণ্ডের পর থেকে এই রাজ্য তাে বটেই, ভিনরাজ্য, এমনকি তান্য দেশের নম্বর থেকেও ফোন করে বিরক্ত করা হয় ওই তরুণীকে।

Advertisement

তরুণীর দাবি, ফোন করে এবং মেসেজ পাঠিয়ে তাঁকে কুরুচিকর মন্তব্যও ধরা হয়। তার জেরে গত ১২ জুন বিধাননগর সাইবার থানায় অভিযােগ দায়ের করা হয়। সাইট্রার আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “সাইবার অপরাধ বাড়ছে।

Advertisement

বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরই নিশানা করা হচ্ছে। এই দিকে নজর দিতে হবে। অর্কদীপ ওই তরুণীর কলেজের সুত্রে পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।”

Advertisement