• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যে দুটি কোভিড হাসপাতাল গড়তে অর্থ দিচ্ছে পিএম কেয়ার্স

করােনা রােগীদের চিকিৎসার জন্য এ রাজ্যে দুটি ২৫০ শয্যার অস্থায়ী কোভিড হাসপাতাল গড়ে তােলার কথা ঘােষণা করল কেন্দ্রীয় সরকার।

প্রতীকী ছবি (Photo: IANS)

করােনা রােগীদের চিকিৎসার জন্য এ রাজ্যে দুটি ২৫০ শয্যার অস্থায়ী কোভিড হাসপাতাল গড়ে তােলার কথা ঘােষণা করল কেন্দ্রীয় সরকার। এর জন্য প্রয়ােজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। 

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির দফতর জানিয়েছে, মুর্শিদাবাদে বহরমপুর এবং নদিয়ার কল্যাণীতে এই দুটি হাসপাতাল গড়ে তােলা হবে। প্রাইম মিনিস্টারর্স সিটিজেন অ্যাসিটেন্স অ্যান্ড রিলিফ ইন ইর্মাজেন্সী সিচুয়েশনস বা পিএম কেয়ার্স থেকে ৪১ কোটি ৬২ লক্ষ টাকা এর জন্য বরাদ্দ করা হচ্ছে। কেন্দ্রের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনস (ডিআরডিও)’র অধীনে এই হাসপাতালগুলির পরিকাঠামাে গড়ে তােলা হবে। এখানে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও সাহায্য করবে। 

Advertisement

উল্লেখ্য মুর্শিদাবাদে একটি অক্সিজেন প্ল্যান্ট সহ হাজার শয্যার কোভিড হাসপাতাল গড়ার আবেদন জানিয়ে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। কিন্তু, অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলে জায়গার অভাবে আপাতত ২৫০ শয্যা করে দু’টি কোভিড হাসপাতাল হচ্ছে এই রাজ্যে। দ্রুত বহরমপুর এবং কল্যাণীতে এর কাজ শুরু হবে। এছাড়া বিহার, দিল্লি, জম্মু ও শ্রীনগরে পিএম কেয়ার্স তহবিলের টাকায় কোভিড হাসপাতাল গড়ার কাজ শুরু হচ্ছে।

Advertisement

Advertisement