• facebook
  • twitter
Friday, 30 January, 2026

আইসিআইসিআই প্রু গ্যারান্টেড পেনশন পরিকল্পনা বছরের সেরা পরিষেবা 

জনপ্রিয় ‘গ্যারান্টিড পেনশন প্ল্যান’-এর দুইটি ভেরিয়েন্টের সমন্বয় ঘটিয়ে আইসিআইসিআই প্রু লাইফ ইস্যুরেন্স এক উদ্ভাবনী রিটায়ারমেন্ট সলিউশন পেশ করেছে।

আইসিআইসিআই (Photo: AFP)

জনপ্রিয় ‘গ্যারান্টিড পেনশন প্ল্যান’-এর দুইটি ভেরিয়েন্টের সমন্বয় ঘটিয়ে আইসিআইসিআই প্রু লাইফ ইস্যুরেন্স এক উদ্ভাবনী রিটায়ারমেন্ট সলিউশন পেশ করেছে। এতে বিনিয়ােগের ওপরে ফেরত লাভের নিশ্চয়তা রয়েছে, যে কারণে গ্রাহকদের নিয়মিত আয় বৃদ্ধি হতে, থাকে।

৫ বছর পরে আয়বৃদ্ধি দ্বিগুণ এবং ১১ তম বছরের পর তিনগুণ হয়ে যায়। অতিমারিকালে গ্রাহকরা যখন ফিনান্সিয়াল প্লানিংয়ের গুরুত্ব বেশি মাত্রায় উপলব্ধি করছেন, তখন এই প্ল্যান তাদের কাছে সাগ্রহে গ্রহণযােগ্য হবে বলে আসা করা হচ্ছে।

Advertisement

আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্সের উদ্ভাবনী ও ইন্ডাস্ট্রি ফার্স্ট ফিচার্স বিশিষ্ট ‘গ্যারান্টিড পেনশন প্ল্যান’ গ্রাহকদের ভােটে ‘রিটায়ারমেন্ট অ্যান্ড পেনশন প্ল্যানস’ ক্যাটাগরিতে ‘প্রােডাক্ট অব দ্যা ইয়ার ২০২১’ হিসেবে নির্বাচিত হয়েছে। আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্সের ‘গ্যারান্টিড পেনশন প্ল্যান’ হচ্ছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার্স সমন্বিত ফ্ল্যাগশিপ অ্যানুইটি প্রােডাক্ট।

Advertisement

Advertisement