আতঙ্ক আর আতঙ্ক। করােনার মৃত্যুর মিছিলে আতঙ্ক বাড়ছে মানুষের মনে বাঁধছে অবসাদ আত্মহত্যার প্রবণতা। এই অস্থির সময়ে করােনা রােগীদের পাশে দাঁড়িয়ে তাদের মানুষের মানসিক শক্তি বাড়াবেন সংগীতশিল্পী লােপামুদ্রা মিত্র।
গান গেয়ে আড্ডা মেরে তাদের আবার নতুন জীবনে ফিরিয়ে আনতে চাইছেন সঙ্গীতশিল্পী। এই অভিনব উদ্যোগ নিয়ে এসেছে চরণ ফাউন্ডেশন। তার সঙ্গেই যুক্ত হয়েছেন লােপামুদ্রা।
Advertisement
নিজের সােশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী লিখেছেন গান শুনে, গল্প করে, আডডা দিয়ে যদি কোনও করােনা পজেটিভ রােগী খানিক সময়ের জন্য হলেও মন ভালাে করতে চান আমি আছি। আপনাদের সঙ্গে।
Advertisement
Advertisement



