• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সমীক্ষকদের হিসেবে ভূল দেখছেন দিলীপ, পাবেন ২০০!

ভােটগ্রহণ শেষ হতেই এক্সিট পােলের হিসাব নিয়ে ব্যস্ত দেশবাসী।শুধু এই রাজ্যের নয় বাকি আরও চার রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশের সময় আর হাতে মাত্র ২৪ ঘন্টা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ (File Photo: IANS)

একুশে বিধানসভা নির্বাচনে শেষদফার ভােটগ্রহণ শেষ হতেই এক্সিট পােলের হিসাব নিয়ে ব্যস্ত দেশবাসী। কেননা শুধু এই রাজ্যের নয় বাকি আরও চার রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশের সময় আর হাতে মাত্র ২৪ ঘন্টা।

পশ্চিমবাংলার সম্ভাব্য ফলাফল নিয়ে দশের বেশি সমীক্ষক সংস্থা এক্সিট পােল করেছে। সেখানে সিংহভাগ সমীক্ষক সংস্থা শাসক দল তৃণমূল কে সরকার গঠনে এগিয়ে রাখছে। বিজেপিকেও তারা ১০০-এর কিছু বেশি আসনের দাবিদার বলে জানিয়েছে।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে মাত্র ৩ টি আসন থেকে সমীক্ষকদের বিজেপির ১০০ পার করা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ এদিন জানিয়েছেন-এক্সিট পােলে আমরা বিশ্বাসী নয়, একজ্যাক্ট পােলেতে ২০০ পার করবাে আমরা।

Advertisement

কেননা এইসব সমীক্ষকদের হিসাবটি গত চারমাস পুরাতনকার। বর্তমান পরিস্থিতিতে মানানসই নয়। রীতিমতাে চ্যালেঞ্জিং মুডে দিলীপ বাবু এদিন প্রাতভ্রমণে সাংবাদিকদের জানিয়েছেন-আর তাে মাত্র একদিন, কথাটা মিলিয়ে নেবেন।

পাশাপাশি ভােটের দিন বীরভূমের তারাপীঠে কেন্দ্রীয় বাহিনীর আইজির পুজো দেওয়া নিয়ে জানান-কর্তব্যরত অবস্থায় আইজির পুজো দেওয়া ঠিক হয়নি। ওখানেই আবার তৃণমূলের জেলা সভাপতি পুজো দিয়েছেন। তাই মানুষের কাছে ভুল বার্তা যাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে।

Advertisement