মেদিনীপুর শহরের সরকারি বালিকা ভবন থেকে উধাও ৪ মহিলা আবাসিক

মেদিনীপুর শহরে প্রান্তে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবন বা সরকারি হােম। সেই হােম থেকে রবিবার চার জন মহিলা আবাসিক উধাও হয়ে যায় বলে অভিযােগ!

Written by SNS Medinipur | April 5, 2021 4:16 pm

প্রতীকী ছবি (Photo: iStock)

ফের আবাসিক পালানাের মতাে ঘটনা ঘটলাে মেদিনীপুর শহরের সরকারি বিদ্যাসাগর বালিকা ভবন থেকে। মেদিনীপুর শহরে প্রান্তে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবন বা সরকারি হােম।

সেই হােম থেকে রবিবার চার জন মহিলা আবাসিক উধাও হয়ে যায় বলে অভিযােগ! প্রাচীরের সঙ্গে ওড়না বেঁধে পালিয়ে যাওয়ার অভিযােগ উঠল ওই চার জন মহিলা আবাসীকের বিরুদ্ধে। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভােরের দিকে হােমের জানালা ভেঙে পালিয়ে গেছে। চার জন মহিলা আবাসিক। প্রশ্ন উঠছে সরকারি নিরাপত্তা নিয়ে। হােম এর মধ্যে রয়েছে পুলিশ ক্যাম্প, তা সত্ত্বেও কিভাবে নজরদারি এড়িয়ে হােমে থাকা ওই চার জন মহিলা আবাসিক পালিয়ে গেল সে নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই।

ইতিমধ্যে এই ঘটনার তদন্তে পুলিশ আধিকারিকরা এসেছেন। এসেছেন চাইল্ড প্রটেকশন অফিসার। প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও পুরাে ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ হােম কর্তৃপক্ষ। তবে, এর আগেও এখানে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযােগ।