• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে অমিত শাহ’র রােড শাে

নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুর হয়ে প্রচার করলেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তী। তৃণমূলের শুধুই মমতা।

অমিত শাহ’র রােড শাে (Photo: Twitter | @BJP4Bengal)

নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি-র শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুর হয়ে প্রচার করলেন অমিত শাহ, বিকেলে মিঠুন চক্রবর্তী। তৃণমূলের শুধুই মমতা। তাই তারকা প্রচারক না, প্রার্থী ও নেত্রীতেই ভরসা দলের। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নন্দীগ্রামের ভেটুরিয়া বাজার থেকে রায়পাড়া পর্যন্ত রােড শাে করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দু’জনের সঙ্গেই মিছিলে হাজির ছিলেন অসংখ্যা বিজেপি সমর্থক। 

Advertisement

নন্দীগ্রামে রােড শাে-এর পরে ডেবরায় একটি রােড শাে করেন অমিত। অমিত শাহ বলেন, ‘মমতা যেখানে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেই অঞ্চল থেকে কিলােমিটার দূরত্বের মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। নারী সুরক্ষার কথা বলা মুখ্যমন্ত্রী এত কাছে ছিলেন, তাও কেউ গ্রেফতার হল না। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার অবস্থা সত্যিই কেমন?’ 

Advertisement

নন্দীগ্রামে ভােটের ফল কী হতে পারে, সেই বিষয়েও আত্মবিশ্বাসী অমিত। তিনি দাবি করলেন, ‘সাধারণ মানুষ সবই দেখছেন। তাঁরা ভােটের বাক্সে এর জবাব দেবেন। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী বিপুল ভােটে জয় পাবেন।’ 

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ব্লক ১, ভেকুটিয়ায় সভার পাশাপাশি একটি মিছিলও করেছেন। সেখানে অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতাে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিতরা থেকেছেন। সােনাচুড়া, বাঁশুলি চক লক গেটের সভা থেকেও অধিকারীদের আক্রমণ করে মমতা বলেন ‘হাজার হাজার টাকা চুরি করেছে গদ্দার। আজ আমি যখন একবার নন্দীগ্রামে ঢুকেছি, তখন আর বেরবাে না।’ 

নন্দীগ্রামে পরিস্থিতি যতই উত্তপ্ত হােক, দলীয় কর্মীদের মাথা ঠাণ্ডা রাখতে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘৪৮ ঘণ্টা মাথা ঠাণ্ডা রাখুন। ভাল করে ভােট দিন। ভােটের সময় কোনও অশান্তি, দাঙ্গায় যাবেন না।’

Advertisement