• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাসভবনের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল মুথুট গােষ্ঠীর চেয়ারম্যানের 

বাসভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেলেন মুথুট গােষ্ঠীর চেয়ারম্যান এম জি জর্জ মুথুট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। 

এম জি জর্জ মুথুট (Photo: Muthoot)

বাসভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেলেন মুথুট গােষ্ঠীর চেয়ারম্যান এম জি জর্জ মুথুট মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর 

শুক্রবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির পূর্ব কৈলাশ এলাকায় তাঁর নিজের বাসভবনের পাঁচতলায় 

Advertisement

ওই রাতেই গুরুতর অবস্থায় জর্জকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শনিবার তার মৃত্যু হয় 

Advertisement

দিল্লির এইমসে তার দেহের ময়নাতদন্ত করা হয় যদিও পুলিশ ময়নাতদন্তের রিপাের্টে অস্বাভাবিক কিছু পায়নি বলে জানিয়েছে 

উল্লেখ্য, মুথুট গােষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন তার ঠাকুরদা জর্জ নিনান মাথাই এম জি জর্জ মুথুটি নাতি হলেও জীবনের শুরুতে সংস্থার উচ্চপদে যােগ দেননি 

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করার পর সাধারণ অফিস অ্যাসিন্টেন্ট হিসাবে কেরিয়ার শুরু করেন এরপর আটের দশকে যৌথ পরিবার ভেঙে গিয়েছিল ব্যবসাও ভাগাভাগি হয়ে যায় এরপর সোনা বন্ধক দিয়ে ঋণ দেওয়ায় পারিবারিক ব্যবসায় চূড়ান্ত সাফল্য পান তিনি

Advertisement