মহিলা ক্রিকেটার মিতালি রাজের আত্মজীবনী নির্ভর ছবি ‘সাব্বাস মিঠু’তে অভিনয় করবেন তাপসী পান্নু। পরিচালক রাহুল ঢােলাকিয়া।
এপ্রিল থেকে মুম্বইয়ে শুটিং শুরু হবে। লুপ লাপেটা নিয়ে তাপসী ব্যস্ত রয়েছেন। পাশাপাশি, তিনি শুটিংয়ের শেষে ক্রিকেট খেলা প্র্যাকটিস করছেন। তাঁর ট্রেনারও এখন গােয়াতে রয়েছেন।
Advertisement
শুটিংয়ের পর তিনি তাপসীকে খেলার প্রশিক্ষণ দিচ্ছেন। আগামি দশ-বারাে দিনের মধ্যে লুপ লাপেটার শুটিং শেষ হবে। তারপর পুরাে সময়টাই তিনি ক্রিকেট খেলা শেখার জন্য ব্যয় করবেন।
Advertisement
Advertisement



