খড়গপুর শহর লাগােয়া জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে গুলি চালিয়ে ৭৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গতকাল রাত সাড়ে দশটা নগাদ খড়গপুর লােকাল থানার। অন্তর্গত ৬০ নং জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে ৬ জন দুষ্কৃতী ঢােকে। তারা পাম্পে ঢুকে গুলি চালায়।
কর্মীরা প্রাণভয়ে মুখে টু আওয়াজ করেনি। গুলি লেগে ফুটো হয়ে যায় পেট্রোল পাম্পের অফিসের কাচের জানালা। অফিস থেকে ৬৫ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে লােকাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
Advertisement
পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গুলির আওয়াজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের মুখে খড়গপুর শহরের পর গ্রামীণ এলাকাতেও গুলি চলার ঘটনায় চরম অস্বস্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।
Advertisement
Advertisement



