• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

ইন্ডিয়ান ওয়েলের কাস্টমার ডে মেমোরিতে

আজ ইন্ডিয়ান অয়েল এর 'কাস্টমার কেয়ার ডে' উপলক্ষে মেমারিতে ভিজিট করলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ইন্ডিয়ান অয়েল, পৃথ্বীশ ভরত।

প্রতীকী ছবি (File Photo: IANS)

আজ ইন্ডিয়ান অয়েল এর ‘কাস্টমার কেয়ার ডে’ উপলক্ষে মেমারিতে ভিজিট করলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ইন্ডিয়ান অয়েল, পৃথ্বীশ ভরত, ইস্টার্ন রিজিয়ন সেলস ম্যানেজার সহ ইন্ডিয়ান অয়েলের অন্যান্য অফিসারবৃন্দ।

মেমারির হাজরা ফুয়েলস পেট্রোল পাম্পে কাস্টমারদের সঙ্গে মিলিত হয়ে তাদের সুবিধা অসুবিধার কথা যেমন শুনলেন, তেমনি তাদের হাতে একটি করে উপহারও তুলে দিলেন এরা।

Advertisement

গ্রাহকদের কাছে জানতে চাইলেন এরা, কোন কোন পরিষেবা পেলে গ্রাঙ্কদের সুবিধা হয়, তা আপনারা জানান। একইসঙ্গে মেমারি ইন্ডিয়ান গ্যাস এজেন্সীর পক্ষ থেকে এদিনের জন্য রাখা বিশেষ গ্রাহক সেবা কেন্দ্রের ফিতে কেটে উজাধন করেন পৃথ্বীশ ভরত এবং এখান থেকেও গ্রাহকদের উপহার সামগ্রী তুলে দিলেন।

Advertisement

এখান থেকে কি কি পরিষেবা পাওয়া যাবে সে বিষয়ে অবহিত করেন। হজরা পাম্পের অভিজিত হজরা জানান- ই ডি সাহেব আজকে এখানে পরিদর্শন করে গেলেন এবং গ্রাঙ্ক পরিষেবার বিষয়ে যদি আরাে কিছু করা যায় দেখতে বলেন।

পৃথ্বীশ ভরত বলেন গ্রাহকরাই আমাদের দেবতা, তাদের ভালাে পরিষেবা দেওয়া আমাদের মুল লক্ষ্য। এদিন গ্রাহক পরিষেবা দিবসে বেলুন উড়িয়ে গ্রাহকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন।

Advertisement