• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জিএসটি কর ফাঁকি দেওয়ায় গ্রেফতার গুটকা সংস্থার মালিক

দিল্লির বুধবিহার এলাকায় অভিযান চালায় জিএসটির আধিকারিকরা। সংস্থার মালিককে গ্রেফতার করার সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গুটকা ও তামাকজাত পণ্য।

প্রতীকী ছবি (File Photo: iStock)

সংস্থার নিবন্ধীণ না করেই ৮৩১ কোটি টাকার পণ্য পরিষেবা কর ফাঁকি দিয়েও শেষ রক্ষা হল না এক গুটকা প্রস্তুতকারক সংস্থার। রবিবার অভিযান চালিয়ে সংস্থার মালিককে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ গুটকা বাজেয়াপ্ত করেছে জিএসটি আধিকারিকরা।

রবিবার গােপন সূত্রে খবর পেয়ে দিল্লির বুধবিহার এলাকায় অভিযান চালায় জিএসটির আধিকারিকরা। সংস্থার মালিককে গ্রেফতার করার সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গুটকা ও তামাকজাত পণ্য। সেই সঙ্গে সংস্থার যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

দিল্লির জিএসটি কমিশনার শুভাগত কুমার বলেন, “নিবন্ধীকরণ না করিয়ে রমরমিয়ে পান মশলা, গুটকা ও অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবসা চালাচ্ছিল ওই সংস্থাটি। ওই সংস্থাটিতে ৬৫ জন কর্মী কাজ করতেন।’

Advertisement

আধিকারিক আরও বলেন, ‘বেআইনিভাবে ব্যবসা সক্রিয় রেখেছিল ওই সংস্থা। কোনও রকম ইনভয়েস ছাড়াই গুটকা বিক্রি করা হত। এ পর্যন্ত পাওয়া নথি অনুযায়ী জিএসটি বাবদ সংস্থাটি ৮৩১ কােটি টাকা কর ফাঁকি দিয়েছে।

Advertisement