জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কাম ডিরেক্টর হচ্ছেন শুভেন্দু অধিকারী। অনেকে বলছেন, এই পদটি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য পর্যায়ের।
বৃহস্পতিবার, দিল্লি থেকে এ খবর এসেছে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইচ্ছাতেই শুভেন্দুর এই পদপ্রাপ্তি হতে চলেছে। ইতিমধ্যে শুভেন্দুর বায়ােডেটা দফতর থেকে চেয়ে পাঠানাে হয়েছে।
Advertisement
নতুন বছরেই শুভেন্দুর পদপ্রাপ্তি হতে চলেছে। বিজেপিতে যােগদানের পরই কেন্দ্রের দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছেন রাজ্যের এই প্রভাবশালী নেতা।
Advertisement
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারও বসে নেই। এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুভেন্দুকে সরানাের তােড়জোড় শুরু হয়েছে। যদিও সেই পদগুলি মনােনীত পদ নয়, নির্বাচিত পদ। ফলে সেইসব জায়গা থেকে আদৌ শুভেন্দুকে সরানাে সম্ভব কিনা, এখন সেটাই দেখার।
Advertisement



