করােনায় ফের এক পুলিশকর্মীর মৃত্যু হল কলকাতা পুলিশে। করােনা আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর্মড পুলিশের ষষ্ঠ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন তিনি। ডেপুটেশনে সাউথ ডিভিশনে কাজ করছিলেন সাব ইন্সপেক্টর সমীর কুমার দাস।
কোভিড পরিস্থিতিতে অপর সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবিরাম কাজ করে গিয়েছেন। সাধারণ মানুষকে খাদ্যদ্রব্য বিতরণ থেকে শুরু করে বাজার, কনটেনমেন্ট জোন সহ যখন যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তা কলকাতা পুলিশের অন্য সমস্ত সহকর্মীদের সঙ্গেই সমীর কুমার দাসও নিঃশর্তে করে গিয়েছেন।
Advertisement
সম্প্রতি কোভিডের বিভিন্ন উপসর্গ ধরা পড়ে তার শরীরে। রিপাের্ট হাতে আসা মাত্রই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে মৃত্যু হয়েছে সসস্ত্র ব্যাটালিয়ানের ওই পুলিশকর্মীর। বিদেহী পুলিশকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পুলিশের শীর্ষ কর্তা সহ সমস্ত আধিকারিক ও কর্মীরা। দ্রুত মৃতের পরিবারকে কলকাতা পুলিশের তরফ থেকে আর্থিক সহযােগিতা করা হবে।
Advertisement
Advertisement



