• facebook
  • twitter
Friday, 19 December, 2025

জলদস্যুদের কবলে ৪ ভারতীয় নাবিক

নাইজেরিয়া উপকূলে জলদস্যুদের কবলে ৪ ভারতীয় নাবিক, তারা নাইজেরিয়া থেকে ক্যামেরুন যাচ্ছিল পণ্যবাহী 'মিলান' নামের জাহাজটি।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

নাইজেরিয়া উপকূলে জলদস্যুদের কবলে ৪ ভারতীয় নাবিক, তারা নাইজেরিয়া থেকে ক্যামেরুন যাচ্ছিল পণ্যবাহী ‘মিলান’ নামের জাহাজটি।

গত নভেম্বর সেটিতে হামলা চালায় জলদস্যুরা। অপহরণ করা হয় ১০ জন নাবিককে। তাদের মধ্যে রয়েছেন ওই চার ভারতীয় নাগরিক।

Advertisement

জানা গিয়েছে, ব্রাস ওয়েল টার্মিনাল থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে নাইজেরিয়ার বায়েলসা প্রদেশের কাছে জাহাজটির উপর আচমকা হামলা চালায় জলদস্যুরা। বন্দুক দেখিয়ে জাহাজের ১০ নাবিককে তুলে নিয়ে যায় তারা।

Advertisement

Advertisement