• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সব রিপাের্ট সন্তোষজনক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

শারীরিক অবস্থা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর সমস্ত মেডিকেল টেস্টের রিপাের্ট সন্তোষজনক।

সৌমিত্র চট্টোপাধ্যায় (File Photo: IANS)

শারীরিক অবস্থা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর সমস্ত মেডিকেল টেস্টের রিপাের্ট সন্তোষজনক। শনিবার হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে ভালাে ঘুম হয়েছে সৌমিত্রবাবুর। সবাইকে চিনতে পারছেন তিনি। সাড়া দিচ্ছেন অন্যের ডাকেও। নিজের পছন্দের গান শুনছেন হাসপাতালের বেডে শুয়ে। কখনও রবীন্দ্রসঙ্গীত আবার কখনও নিজের অভিনীত সিনেমার গান। 

করােনা রিপাের্ট নেগেটিভ আসার পর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। বর্তমানে তাঁর আর জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। যদিও তাঁকে আইটিইউতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে কোনও জটিলতা না দেখা দেওয়াই তাঁর ক্ষেত্রে আশাব্যঞ্জক বলে জানিয়েছেন ডাক্তাররা।

Advertisement

Advertisement

Advertisement