• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

নন্দীগ্রাম এস আই আর শুনানিতে বয়স্কদের ভোগান্তি, শুনানিতে অসুস্থদের পাশে অভিষেকের সেবাশ্রয়

সেবাশ্রয় দায়িত্বে থাকা তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তর বক্তব্য, বিজেপি ও নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া অপরিকল্পিত এস আই আর  শুনানি সাধারণ মানুষকে অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলছে

নির্বাচন কমিশনের চালু করা এস আই আর শুনানি প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি দিনে দিনে বাড়ছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রের নির্দেশে কোনও রকম আগাম পরিকল্পনা ছাড়াই এই শুনানি শুরু হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক নাগরিকরা। মঙ্গলবার নন্দীগ্রামের একটি এস আই আর  হিয়ারিং সেন্টারে সেই ছবিই সামনে এল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানিতে হাজিরা দিতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন মানুষ। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে গিয়ে একাধিক বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড ভিড় ও ক্লান্তির জেরে হঠাৎই মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয় কয়েকজন বৃদ্ধ-বৃদ্ধার। মুহূর্তের মধ্যে হিয়ারিং সেন্টার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে তৎপর হয়ে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে চলা সেবাশ্রয় শিবির । অসুস্থ হয়ে পড়া বয়স্কদের দ্রুত লাইনের বাইরে এনে নিকটবর্তী সেবাশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা, বিশ্রামের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে দ্রুত সুপার-স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সেবাশ্রয় শিবিরের এই দ্রুত উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা বহু বয়স্ক মানুষের পক্ষে শারীরিকভাবে অসম্ভব হয়ে উঠেছিল, অথচ শুনানি প্রক্রিয়ায় কোনও আলাদা ব্যবস্থা চোখে পড়েনি।
এনিয়ে সেবাশ্রয় দায়িত্বে থাকা তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তর বক্তব্য, বিজেপি ও নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া অপরিকল্পিত এস আই আর  শুনানি সাধারণ মানুষকে অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলছে। বিশেষ করে প্রবীণদের কোনওরকম ছাড় বা সহায়ক ব্যবস্থার অভাব প্রকট হয়ে উঠেছে। একই সঙ্গে তাঁদের দাবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয় ক্যাম্প এই সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং প্রাণরক্ষার কাজ করছে।
নন্দীগ্রামের ঘটনার পর সর্বভারতীয় শুনানি প্রক্রিয়ার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের একাংশের মতে, শুনানির নামে এমন হয়রানি চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement