মীনাক্ষী ভট্টাচার্য
দিল্লি, ৬ জানুয়ারি— ভারতীয় সিনেমার জন্য আরও এক গর্বের মুহূর্ত। ‘অস্কার ২০২৬’-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেরা ১৫টি ছবির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে নীরজ ঘয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। ইশান খট্টর ও বিশাল জেঠওয়া অভিনীত এই ছবি অস্কার জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল।
Advertisement
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের তরফে জানানো হয়েছে, ভোটিংয়ের পরবর্তী রাউন্ডে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিশ্বের ১৫টি ছবি নির্বাচিত হয়েছে। সেই তালিকায় ভারতের প্রতিনিধিত্ব করছে ‘হোমবাউন্ড’। এই সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ছবির মুখ্য অভিনেতা ইশান খট্টরও। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এই অর্জনকে গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
Advertisement
অ্যাকাডেমির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনার ছবি, দ্বিতীয় স্থানে ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে ফ্রান্স ও জার্মানির সিনেমা। আর পঞ্চম স্থানে রয়েছে ভারতের ‘হোমবাউন্ড’।
আগামী ২২ জানুয়ারি ঘোষণা করা হবে শেষ রাউন্ডে কোন কোন ছবি লড়াই করবে। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুণেওয়ালা ও অপূর্ব মেহতা।
Advertisement



