• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

নয়া হরর কমেডি, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

ছবিটির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এবং চিত্রনাট্যকার জিনিয়া সেন। ছবিটিতে বিভিন্ন চমকদার চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত।

রবীনা মিত্র

নতুন বছরে প্রকাশ পাচ্ছে হরর-কমেডি ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই ছবির ট্রেলার দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সম্প্রতি ‘হরর কমেডি’ জঁরাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে কারণ এই সিনেমাগুলি ভয়মিশ্রিত মজার অনুভূতিকে ট্রিগার করে আসলে বিভিন্ন সামাজিক সমস্যাগুকে তুলে ধরে। আগামী ২৩ জানুয়ারি হলে আসতে চলেছে এই ছবি। ছবিটির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এবং চিত্রনাট্যকার জিনিয়া সেন। ছবিটিতে বিভিন্ন চমকদার চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনামিকা সাহা প্রমুখ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।

Advertisement

পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানিয়েছেন যে এই ছবিতে একাধারে রয়েছে ভয়, মজা এবং রোম্যান্স। এছাড়াও তিন চারটে সামাজিক ইস্যুকে এই সিনেমায় তুলে ধরা হয়েছে। ছবির চিত্রনাট্যকার জিনিয়া বলেছেন যে তাঁর লেখা আগের ছবিগুলির প্রতিটা বিশেষ একটি ইস্যু বা ঘটনা নিয়ে লেখা হলেও এই ছবিটিতে সমসাময়িক যে বিষয়গুলি তাঁকে ভাবিয়েছে, সেগুলির প্রতিফলন ঘটেছে। তিনি বলেছেন, ‘তবে সেই বিষগুলি গল্পটাকে কোথাও ভারাক্রান্ত করে দিচ্ছে না, গল্পটা একটা মজার গল্প, ভূতের গল্প, গা ছমছমে গল্প, হাসির গল্প।’

Advertisement

পরিচালক পাহাড়ে শ্যুটিং করার ব্যাপারে জানিয়েছেন যে একসঙ্গে ৩২ জন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করা খুব চ্যালেঞ্জিং ছিল কারণ ওই কটা দিনের পর তাঁদের আর ডেট পাওয়া যেত না। তিনি আরও বলেছেন যে শুটিংয়ের সময় প্রচন্ড বৃষ্টি ছিল। অরিত্র এই সিনেমার টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে বলেছেন যে ‘সাউন্ড, গ্রাফিকস সবকিছু দিয়ে এই জগতটাকে তৈরি করা, আমাদের এই বাজেটে, এটা একরকম লড়াই। তুলনা সবসময় কোনও ইংরেজি ছবির সংগে করা হয়, সেখানে পৌঁছন একটা ব্যাপার। কিন্তু টিজারটা দেখে সবাই জানিয়েছেন যে তাঁদের ভালো লেগেছে।’

এই ছবি দর্শকদের কাছে নিয়ে আসতে চলেছে এক অন্য স্বাদের গল্প। ছবিটি বাংলা হরর-কমেডি জঁরায় একটি উল্লেখযোগ্য কাজ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement