বিশ্বজুড়ে পালিত হয় বড়দিন। রোমের ভ্যাটিকান সিটিও বড়দিনের উৎসবে মেতে উঠেছে। বুধবার বড়দিন উপলক্ষে প্রথম বার্তা দেন চতুর্দশ পোপ লিও। ‘বিকৃত অর্থনীতি’ নিয়ে এদিন বার্তা দেন তিনি। সেই সঙ্গে বিশ্বজুড়ে গরিব-দুস্থ মানুষের সাহায্যেরও বার্তা দেন।
চতুর্দশ পোপ লিও বলেন, ‘বিশ্বের অর্থনীতি আজ বিকৃত। এই বিকৃত অর্থনীতি মানুষকে পণ্যে পরিণত করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে হতাশা সৃষ্টি হয়েছে। অবিলম্বে পৃথিবীতে শান্তি ফেরা দরকার।‘ তিনি আরও বলেন, ‘আজ আমরা এমন একটি শিশুর জন্ম উদযাপন করছি, যার পরিবার হিংসার শিকার হয়েছিল। যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দিই, যখন আমরা গৃহহীনদের উপেক্ষা করি, যখন আমরা অভিবাসীদের কষ্টকে উপেক্ষা করি, তখন আমরা স্বয়ং খ্রীষ্টকে দূরে সরিয়ে দিই।” তাঁর কথায়, “দরিদ্র-দুস্থদের উপেক্ষা করার অর্থ প্রভু যিশুকে উপেক্ষা করা।‘
Advertisement
পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসাবে কয়েকমাস আগে পোপ লিও চতুর্দশকে বেছে নেওয়া হয়। ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন নাগরিক পোপের পদে অধিষ্ঠিত হয়েছেন। শিকাগোয় জন্ম নেওয়া ৬৯ বছর বয়সি এই নতুন পোপ সমাজমাধ্যমে ভীষণ সক্রিয়। তাঁর এক্স হ্যান্ডল থেকেই স্পষ্ট হয়, তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ঘটনা নিয়েও মতপ্রকাশ করে থাকেন।
Advertisement
Advertisement



