• facebook
  • twitter
Thursday, 25 December, 2025

১৫ ফেব্রুয়ারির মধ্যেই চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ সম্পূর্ণ করার নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে

ফাইল চিত্র

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ, এই সময়সীমার মধ্যে কীভাবে কাজ সম্পন্ন করা যাবে, তা আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা আরভিএনএলকে জানাতে হবে রাজ্য ও ট্রাফিক পুলিশকে। আদালতের এই রায়ের উপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্থগিতাদেশ চাইলেও আদালতের তরফে তা খারিজ করে দেওয়া হয়।

গত  শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, ফেব্রুয়ারি নয়, জানুয়ারির মধ্যেই কবে এই বকেয়া কাজ করা যাবে তা রাজ্য ও ট্রাফিক পুলিশকে জানাতে হবে। এরপরেই মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই মেট্রোর বকেয়া কাজ শেষ করতে হবে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, গত ৪ সেপ্টেম্বর এই প্রকল্পের সঙ্গে জড়িত সব পক্ষের বৈঠকে কাজের ব্যাপারে একমত হওয়ার পরেও সেটা বাস্তবায়ন করা যায়নি।

Advertisement

এমনকি, গত বুধবার, ১৭ ডিসেম্বর আবার সব পক্ষকে বৈঠকে বসে কাজের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। শুক্রবারেও হাইকোর্টের নির্দেশ ছিল জানুয়ারির মধ্যে কবে মেট্রোর এইকাজ শেষ করা যায় তা জানাক রাজ্য। কিন্তু এরপরে রাজ্য বা ট্রাফিক পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলে না। তারপরেই মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ রাজ্য এবং ট্রাফিক পুলিশকে এই কাজের পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কী ভাবে, কী করা হবে, তা ২০২৬ সালের ৬ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ।

Advertisement

নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে চিংড়িঘাটায়। বেশিরভাগ কাজ শেষ হয়ে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ এখনও অসম্পূর্ণ। এই কাজ শেষ করার জন্য রাস্তা বন্ধ রাখতে হবে। কিন্তু তারই অনুমতি পাওয়া যাচ্ছে না রাজ্যের কাছ থেকে। এর আগে একাধিকবার চিংড়িঘাটা নিয়ে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সদর্থক বৈঠকের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তাতে কোনও লাভ না হলে এদিন হাইকোর্টের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পর বকেয়া কাজ সম্পূর্ণ হয় কি না তাই দেখার বিষয়।

Advertisement