গত শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, ফেব্রুয়ারি নয়, জানুয়ারির মধ্যেই কবে এই বকেয়া কাজ করা যাবে তা রাজ্য ও ট্রাফিক পুলিশকে জানাতে হবে। এরপরেই মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই মেট্রোর বকেয়া কাজ শেষ করতে হবে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, গত ৪ সেপ্টেম্বর এই প্রকল্পের সঙ্গে জড়িত সব পক্ষের বৈঠকে কাজের ব্যাপারে একমত হওয়ার পরেও সেটা বাস্তবায়ন করা যায়নি।
Advertisement
Advertisement
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে চিংড়িঘাটায়। বেশিরভাগ কাজ শেষ হয়ে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ এখনও অসম্পূর্ণ। এই কাজ শেষ করার জন্য রাস্তা বন্ধ রাখতে হবে। কিন্তু তারই অনুমতি পাওয়া যাচ্ছে না রাজ্যের কাছ থেকে। এর আগে একাধিকবার চিংড়িঘাটা নিয়ে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সদর্থক বৈঠকের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তাতে কোনও লাভ না হলে এদিন হাইকোর্টের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পর বকেয়া কাজ সম্পূর্ণ হয় কি না তাই দেখার বিষয়।
Advertisement



