• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতা অফ ফর্মে থাকা সেই সূর্যকুমার যাদবই

রিঙ্কু সিং আইপিএল ক্রিকেটে ফিনিশার ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন। পরবর্তী সময়ে ভারতীয় দলে এলেও সেইভাবে নজর কাড়তে পারেননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আবার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স বলতে সেই অর্থে কিছুই ছিল না। স্বাভাবিকভাবে সবার কাছে প্রশ্ন ছিল, এই পারফরম্যান্স নিয়ে আবার কি ভারতীয় দলে তাঁর জায়গা হবে? কিন্তু নির্বাচকমণ্ডলীর সদস্যরা সেই সূর্যকুমার যাদবের উপরে আস্থা রেখেই অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্ব তাঁর হাতেই তুলে দিলেন। পাশাপাশি দলের সহ অধিনায়ক শুভমন গিল দীর্ঘদিন ধরেই চোটের কারণে বাইরে ছিলেন। ইডেন উদ্যানে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে তিনি ঘাড়ে চোট পেয়েছিলেন। সেই চোট এমন জায়গায় পৌঁছেছে পরবর্তী পর্যায়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁকে দলে রাখা সম্ভব হয়নি। কিন্তু কিছুদিন বাদে শারীরিক দিক থেকে ফিট হওয়ার পরে শুভমন গিলকে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে ফিরিয়ে আনা হয় এবং সহঅধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। তখনও প্রশ্ন উঠেছিল, সহঅধিনায়ক হিসেবে শুভমন গিলকে নির্বাচন করা হল কেন? আসলে সেই সময় নির্বাচকমণ্ডলীর সদস্যরা হয়তো ভেবেছিলেন, সহঅধিনায়ক হিসেবে যদি শুভমন গিল সফল হন, সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে তাঁর হাতেই তুলে দেওয়া হবে। কিন্তু কোনওভাবেই শুভমন গিল নিজেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রকাশ করতে পারেননি। ব্যর্থতা তাঁকে ঘিরে ধরে। তাঁর ব্যাট থেকে কোনও বড় রানের অঙ্ক আসেনি ভারতীয় স্কোরবোর্ডে। যাতে আর সমালোচনার মুখে আর না পড়তে হয়, তাই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর আলোচনার মধ্যে দিয়ে একমত হন ভারতীয় দলে শুভমন গিলকে রাখা সম্ভব হবে না।

শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর, প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব আলোচনার মধ্য দিয়ে ভারতীয় দল নির্বাচন করেন। ১৫ জনের দলে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। এখানে উল্লেখ করা যেতে পারে, অক্ষর প্যাটেলকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে শুভমন গিলকে সহঅধিনায়ক করা হয়েছিল। ভারতীয় দলের ঘোষণায় চমক বলতেই ফিরে এলেন রিঙ্কু সিং এবং ঈশান কিশান। এই ঘোষণার পাশাপাশি বর্তমান ভারতীয় দলটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে।

Advertisement

রিঙ্কু সিং আইপিএল ক্রিকেটে ফিনিশার ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন। পরবর্তী সময়ে ভারতীয় দলে এলেও সেইভাবে নজর কাড়তে পারেননি। আবার তিনি ভারতীয় দলে ফিরলেন। আশা করা যায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স আবার দেখতে পাওয়া যাবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিশান দারুণ ছন্দে খেলেছেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই ভারতীয় দলে তাঁর জায়গা হয়ে গেল।

Advertisement

প্রত্যাশামতোই দলে চারজন স্পিনার রাখা হয়েছে। এছাড়াও, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছে এই দলে। এই প্রসঙ্গে বলা যায়, এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। ঘরের মাঠে ভারতীয় স্পিনাররা যে কোনও সময় অঘটন ঘটিয়ে দিতে পারবেন বলে নির্বাচকরা দলে তাই স্পিনারদের সংখ্যা বাড়িয়েছেন। শুভমন গিলকে কেন বাদ দেওয়া হল, সেই বিষয়ে নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগারকার স্পষ্ট বলেছেন, তাঁর ব্যর্থতার জন্য বাদের তালিকায় রাখা হয়নি। দলে ভারসাম্য ধরে রাখতে একজন ওপেনিং ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে। সেই কথা ভেবেই দল গঠনে পরিকল্পনা নেওয়া হয়েছে। সবসময় দলের স্বার্থ দেখেই দল নির্বাচন করা হয়। এমনই মনোভাব প্রকাশ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় অন্যতম সেরা দল হিসেবে পাকিস্তানকেও চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান অবশ্য জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা খেলতে রাজি নয়। যদি এমন হয় ফাইনালে বা গ্রুপের খেলায় ভারতের সঙ্গে তাদের খেলতে হয়, তখন নিরপেক্ষ মাঠ হিসেবে চিহ্নিত করা হবে ওই ম্যাচের জন্য। সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাঠেই দুই দল মুখোমুখি হবে।
ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, ঈশান কিশান এবং হর্ষিত রানা।

Advertisement