দুই বন্দুকবাজের হানায় ১৫ জন ইহুদির মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্রসৈকতে। দুই আততায়ীর অন্যতম সাজিদ আক্রম জন্মসূত্রে ভারতীয়। অপর আততায়ী নবিদ আক্রম তাঁরই পুত্র। মঙ্গলবারই এই তথ্য প্রকাশ্যে এসেছে। ঘটনাচক্রে, সেই দিনই ইজরায়েলে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বন্ডাইয়ে ইহুদি-হত্যার তীব্র নিন্দা করেন তিনি। পাশাপাশি, স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদকে কোনও ভাবেই সমর্থন করে না ভারত।
দু’দিনের সফরে ইজরায়েলে গিয়েছেন জয়শঙ্কর। জেরুজালেমে ইজরায়েলি বিদেশমন্ত্রী গিদন মোশে সারের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখান থেকেই সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদকে কোনও ভাবেই সমর্থন করে না ভারত। এ বিষয়ে ভারত ও ইজরায়েল, দুই দেশই ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে। হনুক্কাহ্ উৎসব চলাকালীন বন্ডাই সৈকতে যে জঙ্গি হানা হয়েছে, তা নিয়ে ভারত গভীর ভাবে শোকাহত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য ইজরায়েলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
Advertisement
রবিবার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের উৎসব হনুক্কাহ্ চলাকালীন দুই বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। দুই আততায়ী সম্পর্কে পিতা-পুত্র। পিতা সাজিদ জন্মসূত্রে ভারতীয়, জন্ম হায়দরাবাদে। তাঁর ২৪ বছর বয়সি ছেলে নবিদ অবশ্য অস্ট্রেলীয় নাগরিক। তাঁদের কাছ থেকে ভারতীয় পাসপোর্টও পাওয়া গিয়েছে। তা নিয়ে সম্প্রতি ফিলিপিন্সে ভ্রমণও করেছিলেন দু’জনে। দুই আততায়ীর ভারত-যোগ নিয়ে অবশ্য আলাদা করে কিছু বলতে শোনা যায়নি জয়শঙ্করকে।
Advertisement
জয়শঙ্কর আরও জানিয়েছেন, তাঁর ইজরায়েল সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক আদানপ্রদান নিয়ে আলোচনা হয়েছে। গাজা শান্তি পরিকল্পনায় ভারতের সমর্থনের কথা আবার বলেন তিনি। উল্লেখ্য, শীঘ্রই ভারতে আসতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। ইজরায়েলি রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, ‘খুব শীঘ্রই’ দেখা করবেন তাঁরা। তার আগেই সে দেশে সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্রী। দু’দিনের সফরে ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও দেখা করবেন তিনি।
Advertisement



