• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

ভোট চুরি দেশবিরোধী কাজ, লোকসভায় বিজেপিকে আক্রমণ রাহুলের

রাহুলের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিভিন্ন রাজ্যে ভোট কারচুপি করে নির্বাচন জিতে আসছে

সংসদ চত্বরে রাহুল গান্ধি

লোকসভায় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনার সময় ভোট নিয়ে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, ‘ভোট চুরির চেয়ে বড় দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না।’ রাহুলের দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিভিন্ন রাজ্যে ভোট কারচুপি করে নির্বাচন জিতে আসছে। রাজনৈতিক মহলের মতে, গত এক দশক ধরে বিজেপি যেভাবে বিরোধীদের বিরুদ্ধে ‘দেশবিরোধী’ শব্দটি ব্যবহার করেছে। এদিন রাহুল সেই অস্ত্রেই শাসক দলের বিরুদ্ধে ঘুরিয়ে আক্রমণ করলেন।

হরিয়ানা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগ তুলে ধরেন রাহুল। কংগ্রেস সাংসদরা ব্রাজিলীর এক মডেলের ছবি দেখাতে শুরু করলে স্পিকার ওম বিড়লা আপত্তি জানিয়ে বলেন, সংসদের নিয়ম মানতেই হবে। হরিয়ানার ভোটার তালিকায় ওই মডেলের ছবি ২২ বার থাকার অভিযোগ বহুদিন ধরে বিতর্কের বিষয়। রাহুলের অভিযোগ, এ বিষয়ে নির্বাচন কমিশন কোনও উত্তর দেয়নি।

Advertisement

রাহুল প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে কেন প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হল? তাঁর বক্তব্য, কমিশনার নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রী একচেটিয়া হাতে রাখতে চাইছেন। তিনি আরও দাবি করেন, সরকারি শীর্ষ সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর দখলও বিজেপি–আরএসএস নিজেদের হাতে নিচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে আরএসএস ঘনিষ্ঠ ব্যক্তিদেরই উপাচার্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা— সিবিআই, ইডি-কেও বিজেপি নিয়ন্ত্রণ করছে বলে তাঁর মন্তব্য।

Advertisement

রাহুল অভিযোগ করেন, সম্প্রতি কমিশন যে নিয়ম করেছে— নির্বাচন শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে কোনও অভিযোগ না উঠলে সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হবে, তা আসলে ভোট চুরির পথ খুলে দেওয়ার জন্যই। তাঁর দাবি, এটি ডেটা সংরক্ষণের বিষয় নয়, বরং ভোটের স্বচ্ছতা নষ্ট করার চেষ্টা।

এদিন রাহুল কেন্দ্রের কাছে তিনটি প্রশ্ন তোলেন কমিশনার নিয়োগে প্রধান বিচারপতির বাদ যাওয়া কেন? কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন করে এমন আইন কেন আনা হল? ৪৫ দিনের মধ্যে ভোটের ফুটেজ মুছে ফেলার নিয়ম কেন? পাশাপাশি তিনি দাবি করেন, ভোটের এক মাস আগে মেশিনে পড়া যায় এমন ভোটার লিস্ট দিতে হবে। সিসিটিভি ফুটেজ মুছে ফেলার নিয়ম প্রত্যাহার করতে হবে। বিরোধীদের বিশেষজ্ঞদের ইভিএম পরীক্ষা করার সুযোগ দিতে হবে। রাহুলের বক্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছে চেনা অস্ত্রেই বিজেপিকে কাবু করার চেষ্টা করেছেন লোকসভার বিরোধী দলনেতা।

Advertisement