শহর কলকাতায় গাছের পরিচর্যায় জন্য এ বার নামছে বিশেষ অ্যাম্বুলেন্স। শুক্রবার শহরের প্রথম ‘ট্রি অ্যাম্বুলেন্স’-এর সূচনা করলেন কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ ও রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমার। গাছ ভেঙে পড়া, হেলে যাওয়া বা অসুস্থ গাছের চিকিৎসার কাজেই মূলত ব্যবহার হবে এই অ্যাম্বুলেন্স।
দেবাশিস কুমারের বিধায়ক তহবিল থেকে ১২ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই ভ্যান। বিধায়কের কথায়, গোটা দেশে এমন অ্যাম্বুলেন্স মাত্র তিনটি রয়েছে। পূর্ব ভারতের মধ্যে প্রথমবার কলকাতায় চালু হল এই পরিষেবা। নজরুল মঞ্চের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই ট্রি অ্যাম্বুলেন্সে থাকবেন উদ্ভিদবিদ ও প্রশিক্ষিত পুরকর্মীরা। থাকবে গাছ কাটার সরঞ্জাম, সার, মাটি, ও গাছের চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি। শহরের কোথাও গাছ ভেঙে পড়লে বা বিপদ ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ করবে এই গাড়ি। একই সঙ্গে অসুস্থ বা মৃতপ্রায় গাছ বাঁচাতেও ব্যবহার করা হবে এই অ্যাম্বুলেন্সকে।
পুরসভা জানিয়েছে, শহরে ইতিমধ্যেই শতাধিক ‘রোগগ্রস্ত’ গাছ চিহ্নিত করা হয়েছে। সেই সব গাছের পরিচর্যায় এই অ্যাম্বুলেন্সকে কাজে লাগানো হবে। উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে আরও কয়েকটি ট্রি অ্যাম্বুলেন্স নামানোর কথাও ভাবছে পুরসভা।