• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

এসআইআর: এনুমারেশন ফর্ম জেরক্স করাতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের

এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথিপত্র জেরক্স করাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন এক প্রৌঢ়। এরপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হন প্রদীপ কুমার দাস নামের এক প্রৌঢ়

প্রতীকী চিত্র

এসআইআর আবহে ফের মৃত্যুর খবর বঙ্গে। এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথিপত্র জেরক্স করাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন এক প্রৌঢ়। এরপরই আচমকা হৃদরোগে আক্রান্ত হন প্রদীপ কুমার দাস নামের এক প্রৌঢ়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর এলাকায়। প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার।

গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। রাজ্যবাসীকে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলও আধিকারিকদের। বিএলও-রা এই ফর্ম সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জমা করবে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

Advertisement

সেকারণে গোটা রাজ্যই এখন এনুমারেশন ফর্ম পূরণের কাজে লেগে পড়েছে। এই এনুমারেশন ফর্ম পূরণ করে তার সঙ্গে আধার,ভোটার কার্ড ও ছবি দিয়ে বিএলও অধিকারিককে তা জমা দিতে হবে। বিএলও-দের আবার এই তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে। শুক্রবার বারুইপুরের মল্লিকপুর এলাকায় এই এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথিপত্র জেরক্স করতে একটি জেরক্সের দোকানের সামনে লম্বা লাইন পড়েছিল।

Advertisement

সেই লাইনে নথিপত্র জেরক্সের জন্য দাঁড়িয়েছিলেন এক প্রৌঢ়।  স্থানীয় সূত্রে খবর, প্রদীপ কুমার দাস নামের ওই প্রৌঢ় আচমকা অসুস্থবোধ করছিলেন। এরপরেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। প্রৌঢ়কে উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার। প্রৌঢ়ের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, এনুমারেশন ফর্ম ও অন্যান্য নথিপত্র জেরক্স করার জন্য এদিন দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। মানসিক চাপে রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থবোধ করছিলেন ওই প্রৌঢ়। এরপরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রৌঢ়ের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এসআইআরের চাপে রাজ্যে একাধিক মৃত্যুর খবর মিলেছে। নাগরিকত্ব হারানোর ভয়ে ও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে বাংলার প্রায় জেলায় জেলায় আত্মহত্যা করেছেন বহু মানুষ। এই আবহে এসআইআর বন্ধ করতে প্রতিবাদে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে চলে আন্দোলন। এসআইআর মানুষের মনে ভয়ের পরিস্থিতি তৈরি করতেই শুরু করা হয়েছে বলে দাবি রাজ্যের শাসক দল। এরই মাঝে ফের একবার মানসিক চাপের জেরে একজন প্রৌঢ়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement