• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের সামলাতে হিমশিম খাচ্ছে বিএসএফ

হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া এই বাংলাদেশি নাগরিকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিএসএফ জওয়ানরা

বিএসএফ নিরাপত্তা বাহিনী। প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর আতঙ্কে দেশে ফেরার হিড়িক বাংলাদেশি নাগরিকদের। এর জন্য স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন তাঁরা। এই সব মানুষরা প্রত্যেকেই অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছেন। প্রায় প্রত্যেকেরই রয়েছে ভোটার, আধার, রেশন কার্ড। অনেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পেয়েছেন।
কিন্তু রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর তাঁরা ফিরে যাচ্ছেন নিজেদের দেশে। হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া এই বাংলাদেশি নাগরিকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিএসএফ জওয়ানরা। দিন দিন বাড়ছে ভিড়। গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েকদিনে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে আনুমানিক ২ হাজার বাংলাদেশি দেশে ফিরে গিয়েছেন।
জানা গিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির সঙ্গে আলোচনা করেই হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ। সীমান্ত পারের সময় তাঁদের তথ্য নথিভুক্ত করা হচ্ছে। জড়ো হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে কেউ থাকেন কলকাতার সেক্টর ফাইভে, কেউ দিল্লিতে আবার কেউ উত্তর ২৪ পরগনার বিভিন্ন রেললাইনের ধারের ঝুপড়িতে।
কেউ ১০ বছর আগে, কেউ ৮ বছর আগে আবার কেউ ৫ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়, ভোটার তালিকায় নাম না তুলতে পারলে তাঁদের গ্রেপ্তার করবে পুলিশ। সেই কারণে তাঁরা নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় জমান।

Advertisement

Advertisement