গত জুলাইয়ে হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। তারপর কেটে গিয়েছে চার মাস। এই সময়টা নিখোঁজ ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। এই চারমাসে মোটে হাতে গোনা মাত্র কয়েকবার জনসমক্ষে এসেছেন তিনি। চারমাস পর এবার ধনখড়কে দেখা গেল এক সভায়। তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন জগদীপ ধনখড়। প্রাক্তন উপরাষ্ট্রপতি বললেন, ‘ভ্রান্ত ধারণার চক্রব্যূহ থেকে বেরনো খুব কঠিন।’
শুক্রবার ভোপালে এক অনুষ্ঠানে জগদীপ ধনখড় বললেন, ‘আজ চার মাস বাদে এই শহরে, এই অনুষ্ঠানে এসে কোনও কিছু বলতেই আমার কোনও বাধা নেই।’ ধনখড়ের কথায়, ‘ভগবান করুন কেউ যেন ভ্রান্ত ধারণার চক্রব্যূহে না পড়ে। এই ন্যারেটিভের চক্রব্যূহ খুব ভয়ংকর।’ এই অনুষ্ঠান স্পষ্ট ভাবেই ধনখড় বলেন, নিজের উদাহরণ তিনি দিচ্ছেন না। যদিও ধনকড়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
Advertisement
মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। গত ২১ জুলাই তিনি নিজের ইস্তফাপত্র পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। ইস্তফাপত্রে ধনখড় শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। তবে বিরোধীরা এই যুক্তি মেনে নেয়নি। বিরোধীদের মতে, কেন্দ্রের সঙ্গে, মূলত নরেন্দ্র মোদীর সঙ্গে দূরত্ব বাড়ায় কারণেই ইস্তফা দিতে হয়েছিল জগদীপ ধনখড়কে। এরপর চার মাস খুবই কম দেখা গিয়েছে তাঁকে। এবার ভোপালের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, চক্রব্যূহ থেকে বেরনো কঠিন। কী বলতে চেয়েছেন তিনি সেই নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে।
Advertisement
Advertisement



