ফের একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বক্সার নিখাত জারিন। মহিলাদের ৫১ কেজি বিভাগে ফের সোনা জিতলেন তিনি। অলিম্পিকে পদক হাতছাড়া হওয়ার পর থেকে দীর্ঘদিন রিংয়ের বাইরে ছিলেন তিনি। সেইসময় তাঁকে নিয়ে রীতিমতো আশঙ্খা তৈরী হয়েছিল। তবে, সব হতাশা ভুলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে ফের একবার জ্বলে উঠলেন হায়দরাবাদের এই বক্সার। বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপের শুয়ান ই গুও-কে একপেশে লড়াইয়ে সহজেই ৫-০ ব্যবধানে পরাজিত করেন নিখাত। এরফলে, তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জিতলেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, প্যারিস অলিম্পিকে একেবারেই নিজের চেনা ফর্মের ধারেকাছে ছিলেন না জারিন।
তবে একা জারিন নন, দেশের মাটিতে আয়োজিত এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের বাকি বক্সাররা। এবারের প্রতিযোগিতায় ভারত থেকে মোট ২০ জন বক্সার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আর তাঁরা প্রতেক্যেই পদক জিতেছেন। সব মিলিয়ে ভারত মোট নয়টি সোনা, ছয়টি রুপো এবং পাঁচটা ব্রোঞ্জ জিতেছে। বিশেষ করে মহিলা বিভাগে অসাধারণ খেলা উপহার দিয়েছেন বক্সাররা। সম্ভাব্য দশটি সোনার পদকের মধ্যে সাতটিই পেয়েছেন ভারতের বক্সাররা। অলিম্পিকের আগে যা স্বাভাবিকভাবেই স্বস্তি জোগাচ্ছে ভারতকে। যদিও, কাজাখস্তান, উজবেকিস্তানের মতো দেশগুলো এবারের টুর্নামেন্টে তৃতীয় সারির দল পাঠিয়েছে। তা স্বত্বেও ভারতের বক্সারদের কৃতিত্বকে কোনোভাবেই খাটো করা যাবে না।
Advertisement
Advertisement
Advertisement



