• facebook
  • twitter
Friday, 19 December, 2025

৫ শাবকের জন্ম দিল কুনোর চিতা মুখি

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মা এবং শাবকেরা সুস্থ আছেন। কুনো পার্কের বিশেষজ্ঞরা তাদের ক্রমাগত পর্যবেক্ষণ করছেন।

একসঙ্গে পাঁচ শাবকের জন্ম দিল মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের চিতা মুখি। ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মা এবং শাবকেরা সুস্থ আছে। কুনো পার্কের বিশেষজ্ঞরা তাদের ক্রমাগত পর্যবেক্ষণ করছেন।

২০২৩ সালের ২৯ মার্চ নামিবিয়ান জ্বালার গর্ভে জন্ম হয়েছিল মুখির। জন্মের কয়েক দিনের মধ্যেই মা ও তিন ভাই-বোনকে হারিয়েছিল মুখি। এরপর মুখিকে উদ্ধার করে লালনপালন শুরু করেন কুনোর ভেটেরিনারি টিম। কুনোর ডিরেক্টর এবং প্রজেক্ট চিতা-র প্রধান উত্তম কুমার শর্মার কথায়, ‘মুখি অনেকটা উন্নতি করেছে। এখন ওর বাচ্চারা কতটা দক্ষ হয়ে ওঠে, সেটাই দেখার।’

Advertisement

বর্তমানে দেশে মোট ৩৪টি চিতা রয়েছে, যার মধ্যে ১০টি প্রাপ্তবয়স্ক এবং ২৪টি শাবক। বহু বছর আগে ভারতের জঙ্গলে চিতা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তবে ২০২২ ও ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ধাপে ২০টি চিতা আনা হয়েছিল।

Advertisement

Advertisement