• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিনা ভিসায় আর ইরান যেতে পারবেন না ভারতীয়রা

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বিবৃতি ভারতীয় বিদেশ মন্ত্রকের

ভারতীয় পর্যটকরা এবার থেকে আর ভিসা ছাড়া ইরানে যেতে পারবেন না। ইরানে যেতে হলে লাগবে আগাম ভিসা। দেড় বছর আগে ইরান ভারতীয়দের ভিসা ছাড়াই দেশে প্রবেশ করার অনুমতি দিতে শুরু করেছিল। কিন্তু তা এবার থেকে বন্ধ করছে ইরান সরকার। আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে তেহরানের এই সিদ্ধান্ত।

গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতসহ মোট ৩০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া দেশে প্রবেশ করার ছাড়পত্র দিয়েছিল ইরান। পর্যটন ব্যবসার সম্প্রসারণের জন্যই এই সিদ্ধান্ত নেয় ইরান। নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে সাধারণ পাসপোর্ট নিয়ে ভারতীয়রা ইরান যেতে পারতেন এতদিন পর্যন্ত। কিন্তু এবার এই ছাড় আর দেওয়া হবে না ইরানের পক্ষ থেকে। এর কারণ হল এক দল দুষ্কৃতী ইরানে বসে ভারতীয়দের সঙ্গে প্রতারণা করার জাল বিছিয়েছে। এই ব্যাপারে ভারত ইতিমধ্যেই একটি বিবৃতি পেশ করে দেশের নাগরিকদের সাবধান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি পেশ করে বলা হয়েছে যে, চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে সরকার জানতে পেরেছে। ভিসায় ছাড়ের সুযোগ নিয়ে ভারতের নাগরিকদের নিয়ে যাওয়া হচ্ছে ইরানে। ইরান পৌঁছানোর পর ওই ভারতীয়দের অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে।

Advertisement

ভারত সরকার জানিয়েছে যে আগামী ২২ নভেম্বর থেকে ভিসা ছাড়া আর ইরানে প্রবেশ করতে পারবে না ভারতীয়রা। দুষ্কৃতীরা যাতে এই ভিসা ছাড়ের সুবিধার অপব্যবহার করতে না পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে ইরানে ঘুরতে যাওয়া বা ইরান হয়ে অন্য কোনো দেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এজেন্টরা যাতে সতর্ক থাকেন।

Advertisement

Advertisement