দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়াল আরও এক চিকিৎসকের। জানা গিয়েছে, হরিয়ানার এক তরুণী চিকিৎসক দক্ষিণ কাশ্মীরের একটি সরকারি মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হরিয়ানার রোহতকের বাসিন্দা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা। শনিবার অনন্তনাগের মালাকনাগ এলাকায় এই চিকিৎসকের ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। তারপর তাঁকে আটক করে পুলিশ। ওই চিকিৎসকের ভাড়া বাড়ি থেকে একটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। সেগুলির ফরেনসিক পরীক্ষার কাজ চলছে।
অনন্তনাগের জিএমসি-তে কর্মরত ছিলেন প্রিয়াঙ্কা শর্মা। সেখানকার প্রাক্তন কর্মী আদিলকে জিজ্ঞাসাবাদ করে এই চিকিৎসকের বিষয়ে জানতে পারে পুলিশ। এরপর ফোনের কল রেকর্ড ধরে তদন্তকারীরা প্রিয়াঙ্কা শর্মার ঠিকানায় পৌঁছে যান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জঙ্গিদের অর্থ এবং বিভিন্ন ধরণের জিনিস দিয়ে সাহায্য করতেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



