• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কুলদীপের উইকেট পন্থের বুদ্ধিতে

আম্পায়ার সাড়া দেননি। তখন পন্থ এবং বাকিদের সঙ্গে পরামর্শ করেন বুমরা। সে সময় পন্থই বলেন রিভিউ না নিতে। কারণ বাভুমা ‘বাওনা’, অর্থাৎ তাঁর উচ্চতা কম।

কুলদীপ যাদব

ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থের পরামর্শে একটা রিভিউ বেঁচে গেল ভারতের। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ইডেন উদ্যানে খেলতে নেমে অধিনায়ক টেম্বা বাভুমা মাত্র তিন রান করে আউট হয়ে যান। আর এই আউট করার কৌশলে প্রধান ভূমিকায় ছিলেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁরই পরামর্শে শর্ট লেগে একজন ফিল্ডারকে রেখে দিয়েছিলেন বোলার কুলদীপ ১৩তম ওভারে জসপ্রীত বুমরাহের শেষ বলে সামনের পায়ে রক্ষণ করেছিলেন বাভুমা। বল লাগে তাঁর প্যাডে। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউয়ের আবেদন করেন বুমরা।

তবে আম্পায়ার সাড়া দেননি। তখন পন্থ এবং বাকিদের সঙ্গে পরামর্শ করেন বুমরা। সে সময় পন্থই বলেন রিভিউ না নিতে। কারণ বাভুমা ‘বাওনা’, অর্থাৎ তাঁর উচ্চতা কম। বুমরাও একই কথা বলেন। তবে তিনি একটি অশ্লীল শব্দও প্রয়োগ করেন। ‘বাওনা’ শব্দের অর্থ বামন। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের উদ্দেশে এমন শব্দ প্রয়োগের জন্য অনেকেই সমালোচনা করেছেন বুমরা, পন্থের।

Advertisement

ঠিক সেটাই হয়। কুলদীপের ফুল লেংথের একটি বল সামনের পায়ে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন বাভুমা। বল তাঁর ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট লেগে উঠে যায়। সহজ ক্যাচ ধরেন জুরেল। ঋষভের পরামর্শ সার্থক রূপ পেল।

Advertisement

Advertisement