ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে আয়োজিত হল বিশেষ ওয়াকথন। শুক্রবার সকালে হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। সেটি আশপাশের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে।
সকালের এই সচেতনতামূলক অভিযানে পা মেলান বহু সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা। পথে পথে তাঁরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেন।
Advertisement
পদযাত্রার উদ্বোধন করেন হাওড়া জেলার মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘আজকের প্রজন্ম অনিয়মিত জীবনযাপন, ফাস্ট ফুড এবং শরীরচর্চার অভাবে খুব দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। তাই এমন সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
Advertisement
ওয়াকথনে অংশ নেন ডায়াবেটিস স্টাডি সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, শিল্পী মল্লার ঘোষ, এন্ডোক্রিনোলজিস্ট ডা. সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃদুল বেরা-সহ একাধিক বিশিষ্টজন।
চিকিৎসকদের কথায়, ডায়াবেটিস প্রতিরোধে প্রতিদিন হাঁটা, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই রোগকে দূরে রাখতে পারে। তাই সচেতনতার পাশাপাশি নিজস্ব জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।
Advertisement



